শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

‘পদত্যাগ করুন’, বাড়ির সামনে বিক্ষোভ, অস্বস্তিতে নেতানিয়াহু

শনিবার রাতে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে কয়েক শো মানুষের জমায়েত ঘিরে উত্তেজনা। জমায়েত থেকেই নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন প্রতিবাদীরা।

তার উপর খাঁড়ার ঘা হল দেশে করোনা মোকাবিলার অব্যবস্থা। সব মিলিয়ে দিন দিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি তীব্র হচ্ছে।

গত সাত মাস ধরে প্রত্যেক সপ্তাহে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। দুর্নীতির অভিযোগ, করোনা মোকাবিলায় দেশের শোচনীয় অবস্থা এবং আরও নানা কারণে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন তাঁরা।

তাঁদের আরও দাবি, দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না নেতানিয়াহু। ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে তাঁর বিরুদ্ধে। এই সপ্তাহেই ট্রায়াল শুরু হওয়ার কথা।

দেশজুড়ে বারবার লকডাউন করে বেকারত্বের শতাংশের পরিসংখ্যান দুই ডিজিটে নিয়ে গিয়েছেন নেতানিয়াহু, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। ইজরায়েলের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে।

রবিবার থেকেই দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে সফল গণ টিকাকরণ কর্মসূচির পরও ইসরাইলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের। অন্যদিকে, আগামী ২৩ মার্চ দেশে নির্বাচন রয়েছে। তার আগে একের পর এক সমস্যায় জর্জরিত নেতানিয়াহু।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img