দক্ষিণ তুরস্কে চলমান উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারত ও মালয়েশিয়া থেকে ২টি দক্ষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় সংকার এক টুইটার বার্তায় বলেন, ৫০ জনের একটি উদ্ধারকর্মী দল বিশেষভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াড, ড্রিলিং মেশিন, ত্রাণ সামগ্রী, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তুরষ্কে পৌঁছেছে।
অন্যদিকে, মালয়েশিয়া তুরস্কের উদ্ধারকারী দলকে সহায়তা করার জন্য গতকাল স্পেশাল সার্চ অ্যান্ড রেসকিউ টিম (এসএমএআরটি) পাঠিয়েছে। যেটি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজরি গ্রুপ দ্বারা স্বীকৃত।
এই দক্ষ দলটিতে সিভিল ডিফেন্স ফোর্স, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট, রয়্যাল মেডিকেল কর্পস ও কে-নাইন ইউনিটের সমন্বয়ে গঠিত ৭০ জন অভিজ্ঞ সদস্য রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











