শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

মুসলিমরা কখনোই কাউকে জোর করে ইসলাম গ্রহণ করায়নি: মাওলানা আরশাদ মাদানী

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী হিন্দু ও মুসলিমদের সর্বজনীন ভ্রাতৃত্বের উপরে জোর দিয়ে বলেছেন, আমরা সবাই এক পিতা-মাতার সন্তান।

গত সোমবার (৬ মার্চ) বিজেপি নেতা কর্নেল রাজীবের ভায়ালা গ্রামের বাড়িতে হওয়া দোলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা সবাই এক পিতা-মাতার সন্তান। আমাদের সবার জাতপাত-ধর্মের ওপরে উঠে শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করা উচিত।”

তিনি আরো বলেন, “যাঁরা বিভেদ তৈরি করে, অবিশ্বাস তৈরি করে, তাদের থেকে সাবধানে থাকতে হবে। কেননা এই ধরনের মানুষ সবসময় সমাজে বিষ ছড়িয়ে বেড়ায়।”

গত মাসের ১২ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে ওম ও আল্লাহ এক বলে মন্তব্য করে হিন্দুত্ববাদীদের তীব্র নিন্দার মুখে পড়েন মাওলানা আরশাদ মাদানী।

সেই অনুষ্ঠানে তিনি বলেন, “যখন কেউ ছিল না (দেবতা) তখন মনু কার উপাসনা করত? সেই সময় মনু ওমকে পুজা করতেন। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি যে ওম কে ? তারা উত্তর দিয়েছে ওমের কোনও রং নেই, কোনও আকৃতি নেই, যা বাতাসের মতো সর্বত্র রয়েছে এবং এটাই আকাশ ও পৃথিবী তৈরি করেছে। আমি তাদের বললাম, এটাকেই তো আমরা আল্লাহ বলি। ফার্সিতে খোদা ও ইংরেজিতে গড বলে।”

তিনি আরো বলেন, “এখানে হিন্দু ও মুসলিমরা বিগত ১৪০০ ভাইয়ের মতো বসবাস করে আসছে। আমরা মুসলিমরা কখনোই কাউকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করিনি।”

তিনি আরো বলেন, “এটা শুধুমাত্র বিজেপি সরকারের আমলেই আমরা শুনেছি যে ২০ কোটি মুসলমানদের বাড়িতে পাঠানো উচিত।”

উল্লেখ্য, তার এই মন্তব্যের পরে অনুষ্ঠানের মঞ্চ ছেড়েছিলেন অনেক ধর্ম গুরু।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ