বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফিলিস্তিন আজ একটি কবরখানায় পরিণত হয়েছে। অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসের সমস্ত নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এ জুলুমের নেপথ্য কারিগর হচ্ছে আমেরিকা।
সোমবার (৭ এপ্রিল) গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার প্রতিবাদে হেফাজত ইসলামের ঢাকা মহানগর পল্টন জোন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, তাদের (আমেরিকা) প্রত্যক্ষ সমর্থন ও অস্ত্রসজ্জায় ইসরাইল বারবার ফিলিস্তিনিদের রক্তে হোলি খেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মানবাধিকারের রক্ষাকর্তা দাবি করলেও আজ তাদের মুখোশ খুলে গেছে, তারা জায়োনিস্ট সন্ত্রাসের পৃষ্ঠপোষক।
তিনি বলেন, ইসরাইল শুধু একটি অবৈধ রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য একটি ক্যানসার। এ ক্যানসারের মূলোৎপাটন এখন সময়ের দাবি। ফিলিস্তিনকে মুক্ত করা মুসলিম উম্মাহর ওপর ফরজ হয়ে গেছে। ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই ছাড়া মুক্তি নেই।
হেফাজতের পল্টন জোনের সভাপতি মুফতী সালাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।