সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এমন দাবি অস্বীকার করেছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।
সোমবার (৭ এপ্রিল) কাবুলে অনুষ্ঠিত এক কাব্যিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুত্তাকি বলেন, “আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রসাশনের সকল সদস্য ভাই ও বন্ধুদের মতো। কর্মকর্তারা চিন্তা ও বিশ্বাসে ঐক্যবদ্ধ এবং পারস্পরিক আনুগত্যের মাধ্যমে কাজ করেন। অভ্যন্তরীণ বিভাজনের অস্তিত্ব কল্পনাও করা উচিত নয়।”
তিনি বলেন, দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং কোনো বিরোধী গোষ্ঠী দেশের কোনো অংশের নিয়ন্ত্রণে নেই।
তিনি আরও বলেন, “৩৪টি প্রদেশ, ৪০০টিরও বেশি জেলা এবং হাজার হাজার গ্রামে একটি সংঘর্ষও নেই। শত্রু দেশের এক ইঞ্চি এলাকাও নিয়ন্ত্রণ করে না। জনগণ শান্তিতে বসবাস করছেন।”
গত তিন বছরে অন্তর্বর্তী সরকারের বৈদেশিক নীতির সাফল্য তুলে ধরে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বেশ কয়েকটি শক্তিশালী দেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে আফগানিস্তান।
উল্লেখ্য, এর আগে আফগান নেতাকর্মীদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিরোধ নেই বলেও জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য মন্ত্রী।
সূত্র: তোলো নিউজ