শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলের গাজ্জা ক্রসিং বন্ধ করা অগ্রহণযোগ্য : আমেরিকা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। তবে রাফা ক্রসিং বন্ধ করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে আমেরিকা।

বুধবার (৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজ্জার দক্ষিণের রাফা শহরে ট্যাংক পাঠিয়ে এবং মিশরের সাথে সীমান্তবর্তী ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, গাজ্জার সীমান্ত ক্রসিং বন্ধ করা অগ্রহণযোগ্য।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, যে ক্রসিংগুলো বন্ধ করা হয়েছে সেগুলো আবারও চালু করা দরকার, সেগুলো বন্ধ করা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, গাজ্জা ও ইসরাইলের মধ্যে অবস্থিত কেরেম শালোমে আরেকটি ক্রসিং বুধবার পুনরায় খোলা হতে পারে আশা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ