দুর্নাম এড়াতে ভারতকে বিক্রি করা নিজেদের তৈরি একাধিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় তদন্তে নামছে ফ্রান্স।
বুধবার (৮ মে) দেশটির এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে একথা জানান।
তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনায় রাতারাতি একাধিক রাফায়েল ভূপাতিত হওয়ার ঘটনা প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানটির কোনো নিশ্চিত ত্রুটির বার্তা দিচ্ছে।
তিনি আরো জানান, ফ্রান্স এখন পর্যন্ত একটি রাফায়েল ভূপাতিত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে। পাকিস্তান গুলি করে তা ভূপাতিত করে। একাধিক রাফায়েল ভূপাতিত হয়েছে কি না ফ্রান্স তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে। রাতারাতি একাধিক অত্যাধুনিক রাফায়েল ভূপাতিত হওয়ার দাবীকে গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে।
এর আগে পাকিস্তান সংবাদমাধ্যমকে জানিয়েছিলো যে, তারা চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে ফ্রান্স থেকে কেনা ভারতের অহংকারভূক্ত ৩টি রাফায়েলও রয়েছে।
ভারত আনুষ্ঠানিকভাবে তাদের বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় পত্রিকা দা হিন্দুতে দেশটির স্থানীয় সময় ৯:৪৮ মিনিটে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করা হয় যা পরবর্তীতে তারা সরিয়ে নেয়।
এছাড়া দা নিউইয়র্ক টাইমসের খবরে দেশটির ৩জন কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে অন্তত দু’টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করা হয়। যা ভারত ও ভারত দখলকৃত কাশ্মীরে ভূপাতিত হয়েছে বলে জানানো হয়।
স্থানীয়দের দ্বারা অনলাইনে প্রকাশিত ছবিতে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা এলাকার একটি মাঠে রাফায়েলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যার সিরিয়াল নাম্বার BS-001। সিরিয়াল নাম্বারটি ইঙ্গিত করে, ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমানটি ছিলো একটি একক আসনের EH রাফায়েল।
এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ভারত দখলকৃত কাশ্মীরের দুর্ঘটনাস্থলের ছবিতে বিমানের গায়ে স্পষ্টভাবে ফ্রান্সের তৈরি রাফায়েলের লেভেল রয়েছে। পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানান, তাদের সেনারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে ফ্রান্সের তৈরি ৩টি রাফায়েল রয়েছে। সীমান্ত এলাকায় বিমান ও ভূমি থেকে নিক্ষিপ্ত গুলি ও ক্ষেপণাস্ত্রে এসব যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করে।
রাফায়েল নির্মাণ প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন ও ফরাসি সেনাবাহিনী রাফায়েল ভূপাতিত হওয়া প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি। তবে জানিয়েছে তারা ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় ভারত তার পুরনো নৌবহরকে আপগ্রেড করার লক্ষ্যে ২০১৬ সালে ফ্রান্সের সাথে একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা চুক্তি করে। যার আওতায় দেশটির নৌ ও আকাশ প্রতিরক্ষায় ফ্রান্সের তৈরি ৩৬টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান যুক্ত হয়।
ফ্রান্সের তৈরি দ্বি-ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক রাফায়েল বহুমুখী যুদ্ধ ক্ষমতাসম্পন্ন পৃথিবীর সবচেয়ে কার্যকরী বিমানগুলোর অন্যতম। এটি একই সাথে ৩০ মিমি GIAT 30 ইন্টার্নাল ক্যানন, আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য Meteor, MICA, SCALP EG গাইডেড ও আন-গাইডেড মিসাইল এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম। এছাড়া উন্নত রাডার ফাঁকি প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় যুদ্ধের পাশাপাশি একইসাথে গোয়েন্দা নজরদারি চালাতেও সক্ষম। ডগ ফাইট ও দীর্ঘ দূরত্বের যুদ্ধের জন্যও এটি পৃথিবীর অন্যতম অতুলনীয় যুদ্ধযান।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড