বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের চট্টগ্রাম মহানগরের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ মে) বিকালে চট্টগ্রাম ঝাউতলায় জামিয়া কোরআনিয়া মাদরাসায় তরবিয়তী প্রোগ্রামে এই কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল জসিম উদ্দিনসহ জেলা ও মহানগররের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর ২০২৫/২৬ সেশনের মাওলানা ইমদাদুল্লাহ সোহাইলকে সভাপতি, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদকে সাধারণ সম্পাদক ও মাওলানা হুমায়েদ রাশেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি পূর্নগঠন করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা মীর শরীফুল্লাহ, মাওলানা আহমদ হারুন, মাওলানা মুফিদুল ইসলাম, হাফেজ নুরুল কবির, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আলাউদ্দিন সাবেরী ও মাওলানা আরিফ রহমান, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, মাওলানা হেলাল উদ্দিন রশীদী, মাওলানা গোলামুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে, মাওলানা আব্দুল কাইয়ুম সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ রাসেল, সহ-বায়তুল মাল সম্পাদক, মুহাম্মদ দিদারুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা রাশেদুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা মাহবুব বিন মুঈন, সহ-অফিস সম্পাদক ডা. জহুরুল হক, প্রচার সম্পাদক জাহেদ হাসান, প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা আরিফুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা আব্দুল আউয়াল, নির্বাহী সদস্য হলেন যথাক্রমে ইন্জিনিয়ার আরিফ মাহমুদ, মোহাম্মদ মনির হোসেন, মাওলানা আনাস বিন আব্বাস, আশরাফ উদ্দিন, ডা. আসলাম হোসেন, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।