মিথ্যা প্রোপাগান্ডা, তথ্য লুকানো ও গুজব রটানোতে সবসময় প্রথম সারিতে অবস্থান করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার নতুন করে সেই তালিকায় যুক্ত হলো আইডি নিষিদ্ধকরণের বিষয়টি।
সম্প্রতি পাকিস্তানে হামলা করতে গিয়ে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে ভারতীয় বাহিনী। এই সত্যতা তুলে ধরে বিভিন্ন পোস্ট করছিলো ৬৭ লাখ ফলোয়ারের একটি জনপ্রিয় মুসলিম নিউজ পেজ। তবে আমেরিকান কোম্পানি মেটা’র হাতে পায়ে ধরে পেজটি ভারতে নিষিদ্ধ করাতে সক্ষম হয়েছেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার।
এমনটিই জানিয়েছেন পেজটির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আমির আল-খাতাতবে। ভারত সরকারের আইনি অনুরোধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাকে তিনি “সেন্সরশিপ” হিসেবে আখ্যায়িত করেছেন
ভারতের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পেজের পোস্ট দেখার চেষ্টা করলে একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে, “ভারতে এই অ্যাকাউন্টটি উপলব্ধ নয়। স্থানীয় আইনের কারণে আমরা এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।”
এই নিষেধাজ্ঞার পর ভারতীয় ফলোয়ারদের কাছ থেকে শত শত বার্তা, ইমেইল ও মন্তব্য পেয়েছেন বলে জানিয়েছেন আমির।
তিনি বলেন, “মেটা ভারত সরকারের অনুরোধে অ্যাকাউন্ট ব্লক করেছে। এটি স্পষ্ট সেন্সরশিপ।”
এই নিষেধাজ্ঞার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে।
মেটা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।তবে কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, সরকার যখন কোনো কনটেন্ট স্থানীয় আইনের পরিপন্থী বলে মনে করে, তখন তারা তা সীমাবদ্ধ করার নীতি অনুসরণ করে। এই ঘটনা ভারতে সামাজিক মাধ্যমে স্বাধীনতা ও সেন্সরশিপ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: জিও টিভি