ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু ‘পোপ’ হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকার নাগরিক রবার্ট প্রিভোস্ট। পোপ হিসেবে তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
বৃহস্পতিবার রাতে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেল থেকে ধোঁয়া উড়ার পর তার নির্বাচনের ঘোষণা আসে। খবর সিএনএন-এর।
পোপ নির্বাচিত হওয়ার পর প্রথম জনসমক্ষে এসে তিনি উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি চাই এই শান্তির অভিবাদন আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক।”