মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লেফটেন্যান্ট এস এম ইমদাদুল হকের (বীর উত্তম) কবর ভারতের ত্রিপুরা থেকে দেশে আনতে চাইছেন ছোট ভাই মুক্তিযোদ্ধা তবিবুর রহমান (৭০)।
মঙ্গলবার ( ৮ জুন) আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আনন্দবাজারকে তবিবুর ফোনে বলেন, দেশ স্বাধীন করার লক্ষ্যে ভাই পালিয়ে ৮ বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে মেঘালয় থেকে আসা চিরকুটে খবরটা পেয়েছিলাম। ২৬ মার্চ যুদ্ধ শুরুর পরে আর যোগাযোগ হয়নি। দেশ স্বাধীন হওয়ার পরে জানতে পারি ভাই শহীদ হয়েছেন। তার পর আমাদের সেনাবাহিনীর মাধ্যমে কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে সিলেট হয়ে ১৯৭৪ সালে ত্রিপুরা গিয়ে ভাইয়ের কবর দেখে এসেছি।
তিনি আরও জানান, এরপর থেকে বিভিন্ন সময়ে সরকারের কাছে আবেদন করে ভাইয়ের কবর দেশে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিছু দিন আগে সংবাদপত্রে বিষয়টির উল্লেখ দেখে আবার চেষ্টা শুরু করেন তবিবুর। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। কিন্তু সাড়া পাননি বলে আনন্দবাজারকে জানিয়েছেন তবিবুর।
বর্তমানে যশোর বাস করছেন মুক্তিযুদ্ধে ভাই হারানো তবিবুর। পশু চিকিৎসক তাবিবুর ক্যান্সারে ভুগছেন।
দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরও এই কাজটি করা গেল না বলে আক্ষেপ থাকলেও তবিবুরের আশা, ভাইয়ের কবর দেশের মাটিতে আসবেই।










