বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

পুনরায় পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাব পেশ করার অঙ্গীকার এরদোগানের

১৯৮২ সালের গৃহীত তুরস্কের সংবিধান সংশোধনের প্রস্তাব পেশ করার অঙ্গীকার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়াও তিনি তুরস্কের সমস্ত রাজনৈতিক দলকে নতুন সংবিধান প্রণয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) নির্বাচনের পরে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে জানান।

এরদোগান বলেন, “আমরা পুনরায় সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব পেশ করব যা আমরা নির্বাচনী প্রচারণায় উল্লেখ করেছি।”

তিনি আরো বলেন, “নির্বাচনী প্রচারণায় আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর।”

এরদোগান বলেন, “আমরা একটি স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়নের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি বর্তমান সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট হওয়া সংবিধান থেকে নিজেদের মুক্ত করতে চাই।”

উল্লেখ্য; ১৯৮২ সালের প্রবর্তিত বর্তমান সংবিধান এখন পর্যন্ত ১৯ বার সংশোধন করা হয়েছে। যার মধ্যে সর্বশেষ সংশোধন করা হয় ২০১৭ সালে।

সূত্র: মিডল ইস্ট মনিটর এবং সেভেন ই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ