বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের নতুন স্পিকার নির্বাচিত হলেন নোমান কুর্তুলমুশ

তুর্কি পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচিত হলেন একে পার্টির ডেপুটি চেয়ারম্যান ও ইস্তাম্বুল প্রতিনিধি নোমান কুর্তুলমুশ।

বুধবার (৭ জুন) স্পিকার পদে পার্লামেন্টের অভ্যন্তরীণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তিনি।

৬০০ সাংসদের মধ্যে ৫৮৬ জন এই নির্বাচনে ভোটদাতা হিসেবে অংশগ্রহণ করেন। নোমান কুর্তুলমুশ তন্মধ্যে ৩১৭ ভোট পেয়ে শীর্ষ অবস্থান অর্জন করেন। কিন্তু সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার জন্য তা যথেষ্ট না হওয়ায় নির্বাচন ২য় এবং ৩য় রাউন্ডে গড়ায়।

অন্যান্য প্রার্থীদের মধ্যে সিএইচপির তেকিন বিঙ্গোল ১ম রাউন্ডে ভোট পেয়েছিলেন ১৩১টি। সবুজ বাম পার্টি ওয়াইএসপির প্রার্থী তুলাই হাতিম ওগুলারি পেয়েছিলেন ৫১টি।

পার্লামেন্ট প্রধান পদে নির্বাচনের ক্ষেত্রে দলগুলোকে ৫দিনের সময় দেওয়া হয় যে, তাদের হয়ে কেউ প্রার্থী হবে কি না তা জানাতে। ৫দিনের মধ্যে দলগুলো পার্লামেন্ট প্রধান পদে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে।

এই নির্বাচনে কোনো প্রার্থী যদি ৪০০ এর বেশি বা কমপক্ষে ৪০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেন তবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। নাহয় ভোট ২য় রাউন্ডে গড়ায়। এই রাউন্ডে শুধুমাত্র ৪০০ ভোটের সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্বাচন হয়। এতেও।কেউ যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হোন তাহলে ভোট ৩য় রাউন্ডে গড়ায়। এক্ষেত্রে সর্বনিম্ন ৩০১ ভোটকে সংখ্যাগরিষ্ঠ বলে বিবেচনা করা হয়। আর ৩০১ ভোটের সংখ্যাগরিষ্ঠতা লাভেও ব্যর্থ হলে পার্লামেন্ট প্রধান নির্ধারণের নির্বাচনটি ৪র্থ রাউন্ডে গড়ায়। এক্ষেত্রে শুধুমাত্র ৩য় রাউন্ডের শীর্ষ ২ প্রার্থীর মাঝে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪র্থ রাউন্ডে তাদের মধ্যে যিনি শীর্ষে থাকেন তাকেই পার্লামেন্ট প্রধান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

স্পিকার পদের জন্য একে পার্টি ও এমএইচপি তাদের প্রার্থী হিসেবে নোমান কুর্তুলমুশকে।বেছে নিয়েছিলো। সিএইচপি বেছে নেয় তেকিন বিঙ্গোলকে। আর সবুজ বাম পার্টি ওয়াইএসপি তুলাই হাতিম ওগুলারিকে। এছাড়া ইয়ি বা গুড পার্টির পক্ষ থেকে দাঁড় করানো হয় মুস্তফা জিহানকে, ফিউচার পার্টির পক্ষ থেকে সেরাব ইয়াজিকি ওজবুদুনকে এবং টিআইপি পার্টির পক্ষ থেকে শরফুদ্দীন জান আতালাইকে।

শরফুদ্দীন আলতাই একজন হাতাই প্রতিনিধি এবং কারারুদ্ধ রাজনীতিবিদ। ২০১৩ সালে গাজি পার্কে অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলো তুরস্কের আদালত। টিআইপি বা ওয়ার্কার্স পার্টির প্রধান এরকানবাশ তার প্রার্থীতা জমা দিয়েছিলেন।

স্পিকার পদের এই নির্বাচনে দেভা পার্টির পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়। তাদের পক্ষ থেকে মুস্তফা ইয়েনার ওগলুকে উপস্থাপন করা হয়।

ইয়েনার ওগলু এরদোগানের একে পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। ২০১৭-২০১৮ সালে একে পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে দলত্যাগ করে দেভা পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ