পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের অভিযোগের রয়েছে বেলুচিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের। সরাসরি আঙুল উঠেছিল ইমরান খানের প্রশাসনের বিরুদ্ধে।
এদিকে গত ৫ জুলাই বেলুচিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান বলেছেন, বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে চান বেলুচিস্তানের বৃহত্তম উন্নয়নের স্বার্থে। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকেও এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।
ইমরানের ভাষ্যমতে, বেলুচিস্তানকে সবচেয়ে বড় প্যাকেজ দিয়েছে পাকিস্তান। কারণ পাকিস্তান বিশ্বাস করে যে বেলুচিস্তানের জনগণের সাথে ন্যায়বিচার করা হয়নি; তারা পিছিয়ে পড়েছে।