সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

মুফতী ত্বকী উসমানীর ওপর হামলার চেষ্টা, যা বলল পুলিশ

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও সাবেক বিচারপতি মুফতী তক্বী উসমানীর ওপর হামলা চেষ্টার দায়ে আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পাকিস্তানের কোরেঙ্গির পুলিশ।

কোরেঙ্গি পুলিশের এসএসপি শাহ জাহান খান বলেন, আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে, সে পারিবারিক ও ঘরোয়া সমস্যায় ভুগছিলো। তাই দু‘আ চাইতে দারুল উলুম কোরেঙ্গীতে ফজরের নামাজ পড়তে এসেছিলো। তবে বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রাখা হবে।

এসএসপি শাহ জাহান খান আরও বলেন, এ ঘটনায় বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়ে যে, ত্বকী উসমানীর উপর হামলা হয়েছে। আসলে কোনো হামলা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার (৮ জুলাই) করাচীর দারুল উলূম কোরেঙ্গি ফজরের নামাজের পর এক অজ্ঞাত ব্যক্তি মুফতী ত্বকী উসমানীর সাথে সাক্ষাত করার অনুমতি চায়। পরে নিরাপত্তা রক্ষীরা তার দেহ তল্লাশি করলে তার পকেট থেকে একটি ছুরি খুঁজে পায়।

তাৎক্ষনিক ওই নিরাপত্তা রক্ষীরা হামলা চেষ্টার দায়ে ওই ব্যাক্তিকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সোপর্দ করে।

সূত্র: জিও নিউজ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img