বুধবার | ৯ জুলাই | ২০২৫

হামাসের পরিকল্পনা বিভাগের প্রধান নিহত হওয়ার দাবী করছে ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পরিকল্পনা বিভাগের প্রধান মাহরান মুস্তফা বাজুরকে হত্যার দাবী করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের পরিকল্পনা বিভাগের প্রধান মাহরান মুস্তফা বাজুরকে হত্যার দাবী করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

উত্তর লেবাননে ত্রিপোলির নিকটে এক ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর বরাতে অবৈধ রাষ্ট্রটির গণমাধ্যমে দাবী করা হয়।

এছাড়া লেবানিজ সংবাদমাধ্যম ‘লেবানন ২৪’ ত্রিপোলির নিকটস্থ আল-আয়রুনিয়াহ গ্রামে জ্বলতে থাকা একটি গাড়ির ভিডিও পোস্ট করে এবং উল্লেখ করে যে, হামলাটি ইসরাইলী ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থাও আল-আয়রুনিয়াহতে হামলার বিষয়ে একটি রিপোর্ট করেছে। যেখানে বলা হয়েছে যে, গাড়িটিকে CR-V SUV দুটি ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছিলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img