শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে: সিরাজুদ্দীন হক্কানী

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী বলেছেন, আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমরা যখন স্বয়ংসম্পূর্ণ হবো তখন আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হবে না৷

শনিবার (৬ আগস্ট) হেলমান্দ প্রদেশে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।।

সিরাজুদ্দীন হক্কানী আরো বলেন, অন্যের আশায় বসে থাকবেন না। নিজেরাই দেশকে এগিয়ে নিতে হবে। আমরা যদি তাদের আদেশ মেনেই নিতাম তাহলে ২০ বছর যাবত লড়াই-সংগ্রাম করতাম না। আমরা যদি তাদের কোনো কথা মানি তা অবশ্যই ইসলাম ও জাতীয় নীতি মেনে।

তিনি বলেন, ইসলামি শরিয়ত বিরোধী কোনো আন্তর্জাতিক আদেশ আমরা মেনে নিবো না।

সূত্র: টোলো নিউজ
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img