শনিবার | ১২ জুলাই | ২০২৫

মুফতী আযমের ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রীর গভীর শোক প্রকাশ

spot_imgspot_img

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ‍্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে আজ সকাল ১০টার দিকে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদরাসায় শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটির সদস্য ও শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। এতে শূরা কমিটি উপমহাদেশের প্রখ্যাত মুফতী, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামীকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে মনোনীত করে। বৈঠকে তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img