শনিবার | ১৩ সেপ্টেম্বর | ২০২৫

জনকল্যাণে বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই: রামু প্রেস ক্লাব নেতারা

রামু প্রেস ক্লাবের নেতারা বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার রামু প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে। স্বৈরাচারি মনোভাব, দমন-পীড়নের কারণে অনেকদিন বস্তুনিষ্ঠু সাংবাদিকতা স্থবির ছিলো। এখন যেন সে পরিস্থিতি সৃষ্টি না হয়। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে সহযোগিতা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।

নেতারা ২৪’র গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খালেদ শহীদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আখতারুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু ওলামা পরিষদ সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন,এনসিপির রামু শাখার আহবায়ক আহসানুল জোবায়ের, উখিয়ারঘোনা তা’লিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আবরারী, ইসলামী আন্দোলন রামু দক্ষিণ শাখার সভাপতি কারী আবু নাছের, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম টিপু, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ জিহাদী, ছাত্রনেতা নাঈম খান,

আরও বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য হামিদুল হক, কামাল হোসেন, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ, মিজানুল হক, সহযোগী সদস্য এইচএম জয়নাল আবেদীন, সংবাদকর্মী কায়েদ আলম কায়ছার, শাহজাহান, মো. ইলিয়াছ, নুরুল আমিন, উচ্ছ্বাস বড়ুয়া প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img