বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত হ|ম|স অ’স্ত্র ত্যাগ করবে না: বাসেম নাইম

জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ড. বাসেম নাইম।

তিনি বলেন, প্রতিরোধ ও অস্ত্র ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, যা আন্তর্জাতিক আইন স্বীকৃত। ইতিহাসে দেখা গেছে, দখলকৃত জাতিগুলোর স্বাধীনতার লড়াইয়ে এই অধিকার কার্যকর ভূমিকা রেখেছে। এই অধিকার (অস্ত্র) তখনই ত্যাগ করা যেতে পারে, যখন একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে জেরুজালেম এবং যেখানে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের নিশ্চয়তা থাকবে। তার আগে পর্যন্ত হামাস দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত।

রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটোর।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বাসেম নাইম বলেন, আন্দোলনের (হামাস) স্পষ্ট ও ঘোষিত অবস্থান হলো, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাবের জবাবের জন্য অপেক্ষা করছে, যেটি হামাস ইতোমধ্যেই মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলন (হামাস) একটি সামগ্রিক চুক্তির দিকেও এগোতে প্রস্তুত, যে চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে, গাজ্জা উপত্যকা থেকে শত্রুপক্ষের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করবে, বন্দি বিনিময়ের মাধ্যমে জীবিত ও মৃত সব জায়নিস্ট যুদ্ধবন্দিকে মুক্ত করবে এবং এর বিনিময়ে চুক্তিমতো নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এছাড়া এই চুক্তি সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার নিশ্চয়তা দেবে, যাতে করে ত্রাণ প্রবেশ ও পুনর্গঠন কার্যক্রম শুরু করা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হামাসের আলোচনায় অংশগ্রহণ ও নিরস্ত্রীকরণ প্রসঙ্গে নানা খবর প্রকাশিত হওয়ার পর হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম আনুষ্ঠানিকভাবে এ ব্যাখ্যা দেন।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img