ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুসালেমের রামট জংশনে দু’জন বন্দুকধারীর হামলায় পাঁচ ইসরাইলি নিহত হয়েছে। এ হামলায় আরও ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে।
ইসরাইলের জাতীয় জরুরি চিকিৎসা ব্যবস্থা (মাগেন ডেভিড অ্যাডম) জানিয়েছে, গুলিতে আহত ১২ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এছাড়াও কয়েকজন হালকা কাঁচে কাটা আহত হয়েছে এবং তারা ঘটনাস্থলেই চিকিৎসা পেয়েছে।
ইসরাইলি জানায়, হামলাকারীরা একটি যানবাহনে এসে বাস স্টেশনে গুলি চালিয়েছিল। হামলা শুরু হওয়ার পরে দুই হামলাকারী থামানো হয়েছে। একটি নিরাপত্তা কর্মকর্তা ও এক নাগরিক তাদের গুলি করে হত্যা করেছেন।
পুলিশ আরও জানায়, হামলাকারীরা পশ্চিম তীর থেকে এসেছে। এরপর ইসরাইলি সেনারা জেরুসালেম গভর্নরেটের চারটি ফিলিস্তিনি গ্রাম অর্থাৎ কাতানা, বিড্দু, বেইত ইনান ও বেইত দুকু ঘেরাও করে তল্লাশি করছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা জেরুসালেমের বিস্তীর্ণ অঞ্চলে সেনা শক্তি বৃদ্ধি করেছে এবং হামলাকারীদের সহযোগীদের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে।
হামাস হামলাকারী ওই দুই ফিলিস্তিনি যোদ্ধাদের প্রশংসা করেছে। তবে আনুষ্ঠানিকভাবে হামাস এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র জানিয়েছে, হামলার পর ইসরাইলি বাহিনী দখলকৃত পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীরের সব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে।
সূত্র: আল-জাজিরা