বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না বলে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ডাকসু ও জাকসুর বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ফেনী জেলা ও শহর শাখার উদ্যোগে সাথী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, জুলাই মানে হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবু অন্যায়ের কাছে মাথানত করা যাবে না।











