জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী অন্যায়ভাবে অপহরণ করেছে। এটি শুধুমাত্র একজন ব্যক্তির মৌলিক মানবাধিকার লঙ্ঘন নয়, বরং সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত। শহিদুল আলম কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং একজন আন্তর্জাতিক আলোকচিত্রী ও মানবতার কণ্ঠস্বর। গাজ্জার নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয় বরং এটি একজন বিবেকবান মানুষের ন্যায়িক কর্তব্য।
আজ বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
নেতৃদ্বয় বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেন,বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আমাদের জোর আহ্বান, যেন অবিলম্বে শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
তারা আরও বলেন,গাজ্জায় মুসলিম জনগণের ওপর চলমান অমানবিক অবরোধ, খাদ্য সংকট এবং প্রাণনাশের ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। এই মুহূর্তে গাজ্জার শিশু, নারী ও নিরীহ জনগণের খাদ্য নিরাপত্তা, জীবন রক্ষা এবং সম্মান বজায় রাখার দায়িত্ব শুধুমাত্র মুসলিম উম্মাহর নয়, বরং সকল মানবতাবাদী মানুষের।
তারা গাজ্জার ওপর চলমান গণহত্যা বন্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এবং সেখানে টেকসই শান্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।











