শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের; স্বাগত জানিয়েছে হামাস

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৭ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়।

নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির।

পরোয়ানায় গাজ্জায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণের বহরকে আটকে দেওয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এক বার্তায় হামাসের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়ে, গাজ্জা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের আদর্শগত অবস্থান এই পরোয়ানা আরও একবার নিশ্চিত করল।

সূত্র: মার্কিন বার্তাসংস্থা সিএনএন

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img