শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

বিচার বিভাগ টিকে থাকতে হলে, যুগোপযোগী সংস্কারের মধ্য দিয়ে যেতে হয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জাতীয় পালাবদলের সময়গুলোতে বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে। বিচার বিভাগসহ কোনো বৃহৎ প্রতিষ্ঠান কেবল ঐতিহ্যে আঁকড়ে টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে তাকে যুগোপযোগী সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। তাই আমরা ‘বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ’ বাস্তবায়নে কাজ করছি।

শনিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বৈধতা ছাড়া ক্ষমতা মূল্যহীন এবং রাষ্ট্রের বড় পালাবদলের সময় বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে। সম্ভবত এই কারণেই, নীরবে তৈরি হওয়া আমাদের সংস্কার রূপরেখা ধীরে ধীরে জনগণের সংস্কারে পরিণত হয়েছে।

তিনি বলেন, গত ১৫ মাস ধরে বিচার বিভাগের স্বায়ত্তশাসন, দক্ষতা ও সহজলভ্যতা নিশ্চিতে আমরা একাধিক সংস্কার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। শুধু প্রশাসনিক সংস্কার নয়, এখানে নৈতিকতার এক গভীর রূপান্তর হয়েছে। আমাদের সংস্কারের মূল দর্শন হলো প্রতিষ্ঠানকে জনগণের সেবা করতে হবে, ক্ষমতার নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img