শুক্রবার, জুন ২০, ২০২৫

মিডিয়া বিএনপির পক্ষপাতিত্ব করে সংঘাতের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

spot_imgspot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, মিডিয়া বিএনপির পক্ষপাতিত্ব করে ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের উসকানি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক ও সন্ত্রাসী শক্তি মাঠে নামিয়ে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে।

তিনি বলেন, আমি বুঝতে পারছি না, মিডিয়া কেন একটি পক্ষ নিচ্ছে। কক্সবাজারে এত বড় মহাসমাবেশ হলো, কিন্তু কোনো পত্রিকার প্রথম পাতায় ছিল না। এটা আমার অভিযোগ। মিডিয়া আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকার দুই সিটির মেয়র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের যৌথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি পুলিশের ওপর হামলা করে রাস্তায় ফেলে রেখেছিল, অথচ সেই ছবি মিডিয়া দেখায়নি। তারা বিআরটিসি বাস ও সরকারি গাড়ি পুড়িয়েছে সেই ছবি মিডিয়া দেখায়নি, এটা কেন করা হচ্ছে? মিডিয়ার একটি অংশ কেন একটি পক্ষ নিচ্ছে? মিডিয়ার কাছে আমাদের প্রত্যাশা তারা যা দেখবে তাই দেখাবে। আমরা তাদেরকে সত্য তুলে ধরার আহ্বান জানাই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img