শনিবার | ৩১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতীয়দের জন্য আমেরিকান ভিসা আরো কঠোর করলেন ট্রাম্প

ভিসা অনুমোদনের ক্ষেত্রে আরো নতুন ধরনের কড়া বিধি-নিষেধের কথা জানাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন ভারতীয়রা।

তথ্য যাচাইকারী হিসেবে যে সব ভারতীয় প্রযুক্তিবিদ কাজ করেন, তাদের আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে এবার থেকে আরও কড়া নজরদারির মুখে পড়তে হবে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমেরিকান দূতাবাসের জন্য নতুন একটি নথি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

দূতাবাস কর্মীদের জন্য সেই বার্তায় স্পষ্ট জানানো হয়, বিদেশ থেকে যে সব নাগরিক আমেরিকায় আসার চেষ্টা করছেন, তারা যদি তথ্য যাচাইকারী হিসেবে অথবা অনলাইন সুরক্ষা, বিষয়বস্তুর নিয়ন্ত্রণ বা বিধি মেনে চলার কাজ করে থাকেন, তাদের ভিসা কোনও ভাবেই অনুমোদন করা যাবে না।

ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশিকার ফলে এইচ-১বি ভিসা নিয়ে যে সব ভারতীয় প্রযুক্তিবিদ আমেরিকায় কাজ করতে আসেন, তারা বিশেষ করে সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ