নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আছিম উদ্দীন (৪৫) ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) রাতে ডিমলা থানা পুলিশ তাকে উপজেলার রহমানগঞ্জ বাজারে তার নিজস্ব ফার্মেসী ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে।
সোমবার (৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেজে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের একটি সংবাদে মন্তব্য করতে গিয়ে আছিম উদ্দীন লিখেন, ‘হরে কৃষ্ণ হরে বল শুয়োরের বাচ্চা মুসলমান।’ তার এ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
আটক আছিম উদ্দীন ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মৃত অহির উদ্দীনের ছেলে। পেশায় তিনি ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং ১নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন। বর্তমানে নীলফামারী জেলা বিএনপির অধীনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত রয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক আছিম উদ্দীনকে আজ নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।









