তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এদিকে, পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় বছরের পর বছর ধরে চলা সংঘাতের কারণে প্রায় ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর জন্য ত্রাণ কাজ চালানো জটিল হয়ে পড়েছে।
সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী বাব-আল-হাওয়া ক্রসিংটি ভূমিকম্পের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার রাস্তাঘাটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন যে, সিরিয়ায় সাহায্য পাঠাতে তারা সীমান্তে আরও দুটি গেট খুলে দেবে।
সিরিয়ার ইদলিব প্রদেশেই ভূমিকম্পে দেড় হাজার লোকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একজন উপদেষ্টা জানান অবরোধের কারণে আন্তর্জাতিক সাহায্য আসা প্রতিবন্ধকতা তৈরি করছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জন্য ৩.৫ মিলিয়ন ইউরোর সাহায্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বলেছে এই সাহায্য দেশটির সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত উভয় এলাকাতে পাঠাতে হবে।
সূত্র : বিবিসি











