মঙ্গলবার, মে ১৩, ২০২৫

বাংলাদেশের কাছে সহায়তা চাইলো তুরস্ক

spot_imgspot_img

সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে খাদ্য সামগ্রী ও ঔষধ চেয়েছে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

মুস্তাফা ওসমান তুরান বলেন, ভূমিকম্পে ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এক ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চাই আমরা।

তিনি বলেন, তুরস্কের ১০টি প্রদেশে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদেরকে শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা এখানে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। তাই টিকা অফিস নগদ অর্থ সহায়তা নেবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img