শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

নিরাপত্তা বিবেচনায় হজ্বে শিশুসঙ্গী নিষিদ্ধ করলো সৌদি সরকার

সৌদি আরবের হজ্ব ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২০২৫ সালের হজ মৌসুমে হজ্বযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার ৯ ফেব্রুয়ারি সৌদিভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, প্রতি বছর হজ্বের সময় তীব্র ভিড়ের কারণে শিশুদের ঝুঁকির মুখে পড়তে হয়। তাই, শিশুদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়।”

এছাড়া, মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের হজ্বে অগ্রাধিকার পাবেন তারা, যারা আগে হজ্ব পালন করেননি।

সম্প্রতি, সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ্ব নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। হজযাত্রীদের জন্য তাদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং বিশেষ অনুরোধ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img