নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরিয়াহ আইনের ভিত্তিতে নারীদের সকল অধিকার সংরক্ষণ ও সুরক্ষিত রাখাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
শনিবার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, নারীদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা এবং শরিয়াহ-প্রদত্ত অধিকার বাস্তবায়নের ওপর জোর দেয় আফগান প্রশাসন।
তিনি আরো বলেন, বর্তমানে আফগান নারীরা একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে জীবনযাপন করছেন। তাদের বিরুদ্ধে সহিংসতা ও অন্যায় আচরণের ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি, কেউ যাতে তাদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুজাহিদ বলেন, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো নারীদের আইনগত অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করছে। বিশেষ করে, নারীদের বিবাহ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, মোহরানা ও উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা হচ্ছে।
নারীদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আরটিএ