বুধবার, মার্চ ১২, ২০২৫

গাজ্জায় ফিলিস্তিনের ২৪ নারী সাংবাদিক হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনে চব্বিশজন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (৮ মার্চ) গাজ্জার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জারি করা এক বিবৃতিতে সালামা মারুফ বলেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি।

আন্তর্জাতিক সম্প্রদায়কে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ বলে অভিযুক্ত করে তিনি আরও বলেন, অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল যা ভণ্ডামি ও অপর্যাপ্ত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img