সৌদির আন্তর্জাতিক কনফারেন্সে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী শায়েখ আব্দুল হাকিম শরঈ।
শুক্রবার (৭ মার্চ) পবিত্র মক্কা নগরীতে ইন্টারন্যাশনাল মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী কনফারেন্সটির সমাপ্তি ঘটে।
বহির্বিশ্বের মুসলিমদের সাথে ধর্মীয় সংযোগ বাড়িয়ে তুলার লক্ষ্যে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ৯০ টি দেশের স্কলার, মুফতী ও ধর্মীয় বিষয়ে পারদর্শিতা রাখা বিশিষ্টজনদের আগমন ঘটে।
২দিন ব্যাপী আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে আফগান আইনমন্ত্রী আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদার পক্ষে বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, আমি আপনাদের সকলকে আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুলুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
বিশেষত ফিলিস্তিন প্রসঙ্গে তিনি (আমিরুল মুমিনীন) বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে আমাদের যে দায়-দায়িত্ব রয়েছে তা আমরা পালন করছি না। অথচ ফিলিস্তিন ইস্যুটি স্বীকৃত একটি বিষয় এবং মুসলিম জাতির সকলের বিষয়।
হে উলামা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজন! আপনারা জাতির শ্রেষ্ঠজন ও মুসলিম বিশ্বের বাছাইকৃত। আমি আপনাদের মহান আল্লাহর নামে শপথ করে বলছি, যিনি এক ও একক, কারো মুখাপেক্ষী নন, জন্ম নেননি ও কাউকে জন্ম দেননি, যার কোনো সমকক্ষ নেই, মহাশপথ করেই বলছি, আমরা কোনোদিন ফিলিস্তিন ইস্যুতে আবশ্যিক সঠিক দায়িত্ব পালন করিনি। একদিনের জন্যও নয়।
তাই আমরা মহান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি যিনি একক ও মহাপরাক্রমশালী। ক্ষমা চাইছি আল্লাহর মনোনীত রাসূলের নিকট এবং ফিলিস্তিনি জনগণের নিকট।
পরিশেষে সকলকে জানাই সর্বোচ্চ শ্রদ্ধা। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তাওফিক ও সাফল্য কামনা করছি।
সূত্র: আল ইমারাহ