শনিবার, মে ১০, ২০২৫

সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় অন্তত দুই সপ্তাহ পূর্ণ লকডাউনের সুপারিশ

spot_imgspot_img

করোনার উর্ধ্বগতি নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করেছে দেশের সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় অন্তত দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের জন্য।

আজ শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরামর্শক কমিটি।

গত বুধবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এই সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশন এবং পৌরসভা এলাকায় দুই সপ্তাহ পূর্ণ লকডাউন রাখতে হবে। দুই সপ্তাহ পর সংক্রমণ হার বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এতে আরও বলা হয়, সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনস্বাস্থ্য সম্পর্কিত ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ দেওয়া হয়। এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img