শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

বৃষ্টির পর ঢাকার বাতাসে কমেছে দূষণ

কয়েক দিন ধরেই ঢাকার বাতাসের উন্নতি দেখা যাচ্ছে। আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৫০-এ নেই ঢাকা।

আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, এই জনবহুল শহরের বায়ুমান ৫৮, যা সহনীয় পর্যায়ের বাতাস। দূষিত শহরের তালিকায় ১২৫ দেশের মধ্যে আজ ঢাকার অবস্থান ৫৯তম।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে নেপালের কাঠমান্ডু। শহরটি বায়ুমান ২১৬, যা অস্বাস্থ্যকর। বিশ্বজুড়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো যথাক্রমে— ভারতের দিল্লি (১৮৪), চীনের ইয়ুহান (১৭১), উগান্ডার কাম্পালা (১৬৬) ও পাকিস্তানের লাহোর (১৫৮)।

আইকিউএয়ার হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img