আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) রাত ১টা থেকে দেরটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ-সমাবেশ করেন তারা।
এর আগে, রাত পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ-মিছিল নতুন রেজিস্ট্রার ভবন, শহীদ মিনার, অমর একুশে হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা “‘আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে-করতে হবে’, ‘জুলাই হত্যার বিচার কর, করতে হবে-করতে হবে’, ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’—ইত্যাদি স্লোগান দেন।