আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টা থেকে নগরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান ও মিছিল করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা নগরের নিউমার্কেট, চকবাজার গোলজার, ষোলশহর এলাকায় জড়ো হয়েছেন। রাত পৌনে দুইটার দিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা স্লোগান দিয়েই যাচ্ছেন। বিক্ষোভে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানে হাসনাতের সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। তারা যমুনার সামনে ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানসহ নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।