তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিশিষ্ট গোয়েন্দা হাকান ফিদানকে ফোন দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।
বৃহস্পতিবার (৮ জুন) দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে ফোনালাপ হয় বলে বিবৃতি দেয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ায় হাকান ফিদানকে অভিনন্দন জানিয়েছেন অ্যান্থনি ব্লিংকেন।
ন্যাটোতে সুইডেনের যোগদানের ক্ষেত্রে তুরস্কের বাঁধা, তুরস্ক-আর্মেনিয়া ও আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের উপায়, আমেরিকা থেকে এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত ইস্যু, নিজ সেনাদের আধুনিকায়নে নিজস্ব প্রযুক্তিতে তুরস্কের একই ধরণের যুদ্ধবিমান তৈরি এবং ইউক্রেন শস্য চালান চুক্তি বিষয়ে হাকান ফিদানের সাথে আলাপ করেন তিনি।
ফোনালাপকালে নবনিযুক্ত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যতদ্রুত সম্ভব দু’দেশের সাধারণ সমস্যাগুলো নিয়ে আমেরিকাকে আলোচনায় বসার আহবান জানান।
সূত্র: ডেইলি সাবাহ











