তুরস্ক সফরকালে ইস্তাম্বুলে অবস্থিত অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু বিশপ বার্থলোমিউয়ের সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
এসময় ইউক্রেনের জনগণকে সমর্থনের জন্য ধর্মগুরু বার্থলোমিউয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
শনিবার (৮ জুলাই) উভয়ের মধ্যে প্রায় ৪৫ মিনিট ব্যাপি একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর বার্থলোমিউয় গনমাধ্যমকে জানান, বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে।
তিনি শান্তি স্থাপনের উপর জোর দিয়ে ইউক্রেনের যেসব শিশুকে রাশিয়া জোরপূর্বক আটকে রেখেছে তাদের ফেরত দেওয়ার আহবান জানান দেশটির সরকারের কাছে।
বার্থলোমিউ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট এরদোগান অত্যান্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।”
এছাড়াও তিনি সম্প্রতি এরদোগানের একটি বিবৃতি উল্লেখ করে বলেন, ইউক্রেন পুনরুদ্ধারের জন্য সব ধরনের সহায়তা প্রদান করবে তুরস্ক।
উল্লেখ্য, প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে বর্তমানে তুরস্ক সফর করছেন জেলেনস্কি। গত শুক্রবার উভয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: ইয়ানি সাফাক











