বৃহস্পতিবার | ২৩ অক্টোবর | ২০২৫

সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও জমি দখল; পুলিশের হাতে আটক দুই

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৫টার দিকে ওই উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই দুই ভুয়া মেজর হলেন- রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।

পুলিশ জানায়, ওই এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বে-দখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজর ঘটনাস্থলে আসেন। ৫০ হাজার টাকার বিনিময় রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন ভুয়া মেজর সাজু আহমেদ ও মাসুম। চুক্তি অনুযায়ী ৭ দিন আগে রফিকুলের কাছে ২০ হাজার টাকা নেয় সাজু আহমেদ ও মাসুম। মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে রফিকুলের বাড়ি আসেন ওই দুই ভুয়া মেজর। পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভুয়া মেজরকে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল এসে দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশ।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলা রহমান খোকন জানান, এই চক্রের সঙ্গে তার এলাকার কয়েকজন জড়িত আছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। এদের মাধ্যমে মানুষ নিয়মিত প্রতারিত হচ্ছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর দুই ভুয়া মেজরের নামে মামলার প্রস্তুতি চলছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img