ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা আন্তর্জাতিক আদালত নামের কোনো প্রতিষ্ঠানে বিশ্বাস করি না।
মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
আফগান আমিরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করে মাওলানা জাবিহুল্লাহ বলেন, আমরা আন্তর্জাতিক আদালত নামের কোনো প্রতিষ্ঠানে বিশ্বাস করি না এবং এর প্রতি কোনো দায়বদ্ধতা মানি না। এ ধরনের ভিত্তিহীন ঘোষণা আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।
তিনি আরও বলেন, গাজ্জায় চলমান আগ্রাসন নিয়ে আইসিসি নীরব, যা আন্তর্জাতিক আদালত ও প্রতিষ্ঠানের দ্বিমুখিতা প্রকাশ করে। যে বিশ্বে গাজ্জায় প্রতিদিন শত শত নিরাপরাধ নারী-শিশু নিহত হচ্ছে, সেই বিশ্বে মানবাধিকার, বিচার ও আন্তর্জাতিক আদালতের কথা বলা লজ্জাজনক।









