বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

বিএসএফ ভারতের খুনি বাহিনী: নাহিদ

spot_imgspot_img

বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, ভারতের খুনি বাহিনী বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং এটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা আমরা কখনোই মেনে নেব না। গত ৫৪ বছরে সীমান্তে হত্যা করা হয়েছে হাজারেরও বেশি মানুষ। শুধু চুয়াডাঙ্গাতেই সীমান্ত এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন।

তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার লঙ্ঘিত হয়েছে। আমাদের পানির ন্যায্যহিস্যা দেওয়া হয়নি। অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার বাংলাদেশকে অবদমন করা হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত ১৬ বছর ভারত সরকারের সহায়তায় দেশে গুম, খুন ও দমন-পীড়নের রাজনীতি চালিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img