বুধবার | ৯ জুলাই | ২০২৫

বেরোবি ছাত্রশিবিরের নতুন সভাপতি সুমন ও সেক্রেটারি রাকিব

spot_imgspot_img

ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এতে মো. সুমন সরকারকে সভাপতি ও আব্দুর রাকিব মুরাদ সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দুপুর রংপুর মহানগরীতে দলীয় কার্যালয়ে এক জরুরি সদস্য সভা শেষে নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়।

নতুন সভাপতি মো. সুমন সরকার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া সেক্রেটারি আব্দুর রাকিব মুরাদ একই শিক্ষাবর্ষ ও ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নতুন এই নেতৃত্ব চলতি বছরের বাকি মাসগুলো দায়িত্ব পালন করবে।

সভায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

বেরোবি শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. সুমন সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে তাকে দলের সাংবিধানিক শপথ পাঠ করানো হয়। এছাড়া সদস্যদের পরামর্শে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি।

এর আগের কমিটিতে সুমন সরকার বেরোবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আব্দুর রাকিব মুরাদ সাবেক অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img