বুধবার | ৯ জুলাই | ২০২৫

শরিয়াহ অনুযায়ী ব্যাংক খাতের উন্নয়নে আইএফএসবির সহযোগিতা চেয়েছে আফগানিস্তান

spot_imgspot_img

শরিয়াহ অনুযায়ী ব্যাংক খাতের উন্নয়নে ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবি) এর সহযোগিতা চেয়েছে আফগানিস্তান।

বুধবার (৯ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আফগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নূর আহমদ আগা সম্প্রতি মরক্কোয় ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আইএফএসবির) এর ২৩ তম বার্ষিক সম্মেলনের ফাঁকে এর চেয়ারম্যান ড. ঘিয়াস শাবসীঘের সাথে একটি বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে তিনি তিনি আফগানিস্তানের ব্যাংক খাতকে শরিয়াহ অনুযায়ী উন্নত করার বিষয়ে আলোচনা করেন। সেই অনুযায়ী দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য আইএফএসবির সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি রাবাতে ১-৩ জুলাই অনুষ্ঠিত আইএফএসবি (IFSB) এর ২৩তম বার্ষিক সম্মেলনে অংশ নেন। মরক্কোর কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক আল-মাগরিব এবারের সম্মেলন আয়োজন করে। এতে মুসলিম বিশ্বের ৩৪টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, উপ-গভর্নর ও অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে বোর্ডের বার্ষিক কাজের প্রতিবেদন অনুমোদন করা হয়। ইসলামি ব্যাংকিং ও আর্থিক খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও ৬টি মুসলিম দেশের প্রতিনিধিগণ তাদের সুকুক (ইসলামি বন্ড) ব্যবহার করে রপ্তানি, আমদানি, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেন।

সম্মেলনে আলোচিত মূল বিষয়গুলো ছিলো:

• শরিয়াহ অনুযায়ী ইসলামি ব্যাংকিং কার্যকর করা।

• ব্যাংক ও আর্থিক খাতে স্থিতিশীলতা ও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা।

• সাধারণ মানুষের ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ বাড়ানো।

• ফিনটেক ও ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার।

• ইসলামি ব্যাংকিংয়ের প্রসারে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা।

সূত্র: বাখতার

সর্বশেষ

spot_img
spot_img
spot_img