বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

২১ জুলাই ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ উদযাপনের লক্ষ্য যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা

spot_imgspot_img

২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) বাদ আসর রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসায় এটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী, ফরিদাবাদ, মাদানীনগর, সাইনবোর্ড, শনিরআখড়া, ডেমরা, মুগদা, লালবাগ, মালিবাগ অঞ্চলের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী প্রতিনিধি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

মাদরাসা শিক্ষার্থী প্রতিনিধি আলেমরা বলেন, ‘যাত্রাবাড়ীকে বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের স্টালিনগ্রাদ। ১৬ জুলাইয়ের পর যাত্রাবাড়ী-শনিরআখড়ায় মাদরাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে আবাবীলের ন্যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধের মাধ্যমে গড়ে তোলে অপ্রতিরোধ্য আন্দোলন। অসংখ্য মাদরাসা শিক্ষার্থীদের রক্ত ও জীবনের বিনিময়ে ৫ আগষ্ট পতন হয় স্বৈরাচার শাসকের। এমনকি হাসিনার পতনের পরেও যাত্রাবাড়ী ক্লিন মিশনে পুলিশের গুলিতে শহীদ হয় হাফেজ খুবাইব।

তাদের সেইসব অবদানকে স্মরণ ও পুনরুজ্জীবিত করতে ডকুমেন্টস প্রদর্শন করা হবে বলেও জানান তারা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img