রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

মঞ্চ ৭১ ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর এবার সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভূঁইয়া সফিকুল ইসলামসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

এর আগে, গতকাল সোমবার গ্রেপ্তার করা হয় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img