ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথে আটক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে ইসরাইলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে।
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে রয়েছেন। শিগগিরই তাদের ইসরাইল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ।
এদিকে আগের নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইলের হাতে আটক হওয়া অধিকারকর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বন্দীদশায় মানসিক চাপ সৃষ্টি করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন অনেকেই।