বৃহস্পতিবার | ৯ অক্টোবর | ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি ঘোষণা; ফিলিস্তিনিদের মধ্যে আনন্দের ঢেউ

গাজ্জার অবরুদ্ধ ও ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণা শোনার পর আনন্দ উল্লাস করছে।

দ্ধবিরতি চুক্তির খবর অবরুদ্ধ ওই এলাকায় ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজ্জার খান ইউনিসের বাসিন্দারা উদযাপনের জন্য রাস্তায় নেমে এসেছেন। অনেকের আশা, এটি হতে পারে ইসরাইলি হামলার প্রথম বাস্তবিক বিরতি, যা ইসরাইলের দ্বারা ভাঙা নাজুক সমঝোতা-বিরতির ছয় মাসেরও বেশি সময় পর এসেছে।

আব্দুল মজীদ আব্দ রাব্বো নামে গাজ্জার এক বাসিন্দা বলেন, “এই যুদ্ধবিরতির জন্য আল্লাহকে ধন্যবাদ, রক্তপাত এবং হত্যাকাণ্ডের অবসান। গোটা গাজ্জা আনন্দিত।”

খালেদ শাত নামে অন্য এক বাসিন্দা বলেন, “এগুলোই সেই মুহূর্ত যা ইতিহাসে গুরুত্বপূর্ণ, যা ফিলিস্তিনি নাগরিকরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছে। আমরা কিছুক্ষণ আগে রাস্তায় যে আনন্দ দেখেছি, তা হত্যাযজ্ঞ, রক্তপাত ও গণহত্যা থেকে মুক্তির অনুভূতি।”

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img