বৃহস্পতিবার | ৯ অক্টোবর | ২০২৫

আমরা আমাদের মহান শহীদদের ভুলবো না: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি ও ইসরাইলের বন্দি বিনিময় বিষয়ক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, আমাদের জনগণ এই ঐতিহাসিক মুহূর্তগুলোতে তাদের মহান শহীদদের কখনও ভুলবে না। শহীদদের মূল অবদান ছিল প্রতিরোধকে দৃঢ় রাখা এবং এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানো, যেখানে চুক্তি কার্যকর করে শত্রুকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি ও শত্রু ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় যা অর্জিত হয়েছে, তা কোনো একের কাছ থেকে পাওয়া উপহার ছিল না। আমরা আরব ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে অস্বীকার করি না, তবে এই সফলতা সম্ভব হয়েছে আমাদের ফিলিস্তিনি জনগণের বিশাল ত্যাগ এবং মাঠে যোদ্ধাদের সাহস ও বীরত্বের কারণে। তারা শত্রু বাহিনীর সঙ্গে লড়াই করেছে এবং যুদ্ধের সময় অভূতপূর্ব সাহস দেখিয়েছে; যদি তা না হতো, প্রতিরোধ কখনোই শক্ত অবস্থানে দাঁড়াতে পারত না।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img